১৯৯৩ সালে এসএসসি পাস করা বন্ধুদের সংগঠন আড্ডাবাজ চটগ্রাম ’৯৩ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত ২৮ নভেম্বর নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মডারেটর সৈয়দ আলমগীর সবুজের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের এডমিন রোটারিয়ান মোহাম্মদ জাবেদ। সারা দেশ থেকে ১৯৯৩ সালে এসএসসি পাস করা বন্ধুরা এতে অংশগ্রহণ করে। দিনের শুরুতেই বন্ধুদের আগমনে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানস্থল। সবাই সবার সাথে পরিচয়, আড্ডা, সেলফি তোলা নিয়ে ব্যস্ততায় স্কুল জীবনের ফেলা আসা দিনগুলো ফিরে পায়। আনন্দঘন পরিবেশে সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবু মহসিন, জাহিদা সুলতানা, কামাল হোসেন ও সাহাবউদ্দিন। বন্ধু ইভা হকের বিদায় উপলক্ষে স্মৃতিচারণ ও সমবেত কণ্ঠে গান পরিবেশন করেন রওশন জাহান, শাহীন আসাদ, মুরাদখান প্রমুখ।
উপস্থিত ছিলেন ফেরদৌস আরা, অ্যাডভোকেট মোহাম্মদ ইদ্রিস, শাহনাজ কায়কোবাদ, আয়েশা সিদ্দীকা, সুমা বাচ্চু, জিন্নাত কল্পনা কণা, আনোয়ারুল হক, আসলাম মামুন, লুবনা বিনতে আহমেদ, নারু দাশ, সাহিন আসাদ, শাহমিনা রহমান, দিদারুল ইসলাম দিদার, নুর কচি, মো. আশরাফ বাবু, কোহিনুর আকতার, শিরিন সুলতানা, মোনিুল হক ছোটন, মো. আ.কা.আ কাকন ও তৌহিদুল হাসান বাবু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।