চার বছর আগে রাঙ্গুনিয়ায় সংঘটিত চাঞ্চল্যকর স্কুল শিক্ষিকা রুমি বড়ুয়া হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে ঘটনার সাথে জড়িত একমাত্র আসামি রুমি বড়য়ার স্বামী সাবেক সেনা সদস্য রিন্টু বড়ুয়াকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন। গতকাল সোমবার ৫ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্ত এ আদেশ দেন। এ সময় রিন্টু বড়ুয়া আদালত কক্ষে হাজির ছিলেন। বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌসূলি রতন চক্রবর্তী আজাদীকে বলেন, পুরো বিচার প্রক্রিয়ায় আদালত ২৯ সাক্ষীর মধ্য থেকে গুরুত্বপূর্ণ ২০ জনের সাক্ষ্যগ্রহণ করেন। মূলত আনীত অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রিন্টু বড়ুয়ার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রিন্টু বড়ুয়া রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নের ডা. কমল কান্তি বড়ুয়ার ছেলে। অন্যদিকে তার স্ত্রী ও ভোক্তভোগী রুমি বড়ুয়া বান্দরবান জেলার কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ছিলেন।
আদালত সূত্র জানায়, ভোক্তভোগী রুমি বড়ুয়া বান্দরবানে নিজের নামে একটি জমি ক্রয় করলে তাতে ক্ষোভ প্রকাশ করেন স্বামী রিন্টু বড়ুয়া। কেন তার নামে না করে নিজের নামে জমি ক্রয় করেছে, তা নিয়ে রুমি বড়ুয়ার সাথে প্রায় ঝগড়া করতেন তিনি। এক পর্যায়ে ২০১৭ সালের ১৩ আগস্ট রুমি বড়ুয়াকে কৌশলে রাঙ্গুনিয়ায় ডেকে হত্যা করা হয়। ঘটনার সময় বাসার ছাদে চেয়ারে বসে আরাম করছিলেন রুমি বড়ুয়া। এ সময় এন্টিকাটার দিয়ে উপর্যপুরি আঘাত করলে রুমি বড়ুয়ার মৃত্যু হয়। এ ঘটনায় রুমি বড়ুয়ার ভাই মনোজ কান্তি বড়ুয়া ঘটনার পরদিন রাঙ্গুনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৭ সালের ১৬ অক্টোবর রিন্টু বড়ুয়ার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরের বছরের ১৩ মার্চ আসামির বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরু হয়।












