ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির জীবনী অবলম্বনে বায়োপিক নির্মাণের কথা শোনা যাচ্ছে দু’বছর ধরে। কে অভিনয় করবেন সৌরভের চরিত্রে এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে এবার সেই ধোঁয়াশা কেটেছে। সৌরভের চরিত্রে অভিনয় করার জন্য বেশ কিছু তারকার নাম এরই মধ্যে শোনা গিয়েছিল। তার মধ্যে রণবীর কাপুরের নাম বেশি আলোচিত হয়েছে। অন্যদিকে হৃতিক রোশনের নামও শোনা গিয়েছিল। তবে এবার জানা গেলো, সৌরভের চরিত্রে আসলে কে অভিনয় করছেন। বলিউডের নতুন প্রজন্মের তারকা আয়ুশমান খুরানাকে এ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এরই মধ্যে শেষ হয়েছে চিত্রনাট্য লেখার কাজ, শুটিং শুরু হবে আগামী ডিসেম্বর মাস থেকেই। রজনীকান্তের কন্যা ঐশ্বর্যা রজনীকান্ত পরিচালিত এ সিনেমার চিত্রনাট্যের বিষয়ে বেশ সাবধানী ছিলেন সৌরভ।
সিনেমার চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার আগে ঘন ঘন মুম্বাই ছুটতে দেখা গিয়েছিল সৌরভকে। অবশেষে আয়ুশমানকেই পছন্দ নির্মাতাদের। ভারতীয় ক্রিকটে দলের সাবেক অধিনায়কের চরিত্র ফুটিয়ে তোলার জন্য আগামী মাস থেকেই শুরু হবে কঠোর প্রশিক্ষণ। তবে একটি জায়গা আয়ুশমানের মিল রয়েছে সৌরভের সঙ্গে। আয়ুশমান নাকি সৌরভের মতোই বাঁ–হাতি। তাই তার চরিত্রকে ফুটিয়ে তোলাটা অভিনেতার ক্ষেত্রে সুবিধাজনক হবে বলেই ধরা হচ্ছে। তবে পুরোপুরি সৌরভের মতো হয়ে উঠতে অনেক প্রশিক্ষণের প্রয়োজন অভিনেতার।











