সৌম্যকে নিয়ে আশাবাদী হতে পারছেন না বাশার

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১২ এপ্রিল, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

বাংলাদেশ দলের এক সময়ের দুর্দান্ত ব্যাটার সৌম্য সরকার লম্বা সময় দলের বাইরে। তবে নিজেকে ফেরানোর মত পথ এখনো তৈরি করতে পারেনি সৌম্য। তাইতো তাকে দেখে হতাশ বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন। একসময় যিনি ছিলেন জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ, সেই সৌম্য আপাতত জাতীয় দলের আলোচনাতেই নেই। কারন সৌম্যের ব্যাটে রান নেই। গতকাল যেমন ব্রাদার্সের বিপক্ষে মাত্র ৯ রান করে ফিরেছেন। লিগে এবার এখনও পর্যন্ত খেলা ৮ ইনিংস ব্যাট করে তার সংগ্রহ ১৬১ রান। হাফ সেঞ্চুরি মাত্র একটি। লিগে তার স্ট্রাইক রেট মাত্র ৮০.১০। সবশেষ বিপিএলেও সৌম্যর ব্যাট বলা যায় ঘুমিয়েই ছিল।

ঢাকা ডমিনেটর্সের হয়ে ১২ ম্যাচে ১৪.৫০ গড়ে করেন ১৭৪ রান। স্ট্রাইক রেট ছিল ১০৮.০৭। বিপিএল ও প্রিমিয়ার লিগের মাঝে আয়ারল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে এক দিনের প্রস্তুতি ম্যাচে খেলেন তিনি। সেদিন ভালো কিছুর ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত ৭ চার ও ২ ছয়ে আউট হয়ে যান ৪৬ বলে ৪৮ করে। জাতীয় লিগে এবার একটিই ম্যাচ খেলেছিলেন তিনি। খুলনার বিপক্ষে গত নভেম্বরে সেই ম্যাচে রাজশাহীর বিপক্ষে আউট হয়ে যান ৩৬ রান করে। সব মিলিয়ে সৌম্যকে নিয়ে হতাশা বাড়ছেই। ব্রাদার্সের বিপক্ষে ম্যাচ চলাকালে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে তা অকপটেই বললেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার। তিনি বলেন সৌম্যর কাছে যে প্রত্যাশা ছিল সেটা ঠিক পাচ্ছি না। কিছু দিন আগেও দলের সঙ্গে ছিল। অতীতে কিন্তু বাংলাদেশকে ম্যাচ জেতানো অনেক ভালো পারফরম্যান্স আছে সৌম্যর। কিন্তু সামপ্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে তার কাছ থেকে প্রত্যাশিত পারফরম্যান্স পাচ্ছি না। সৌম্য এখনও আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। প্রত্যাশা ছিল ও ঘরোয়া ক্রিকেটে ভালো করবে। তাহলে আমাদের যে ক্রিকেটারদের পুল, সেটা বড় হয়। ওর সামর্থ্যের ব্যাপারে আমরা সবাই জানি। সেটার পুরোপুরি প্রকাশ ঘরোয়া ক্রিকেটে হচ্ছে না। একটু তো হতাশ অবশ্যই। সৌম্যর প্রতিভা যা, ছন্দে থাকলে তিনি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, সেই আলোচনা অনেক দিন আগেই আসলে অতীত হয়ে গেছে। ক্যারিয়ারের শুরু থেকে তার বড় সমস্যা ছিল ধারাবাহিকতা, যা এখন আরও প্রকট হয়ে উঠেছে।

এজন্য আপাতত জাতীয় দলের দুয়ার তার জন্য বন্ধ। সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন গত বছরের টিটোয়েন্টি বিশ্বকাপে। ২০২১ সালের মার্চের পর আর খেলেননি কোনো ওয়ানডে। দূরে থাকলেও সৌম্যকে ছুড়ে ফেলা হয়নি বলেই নিশ্চিত করলেন হাবিবুল বাশার। ব্যর্থতার বৃত্ত ভাঙার জন্য সৌম্যর করণীয় সম্পর্কেও বললেন সাবেক এই অধিনায়ক।

পূর্ববর্তী নিবন্ধসুপার লিগের আশা জিইয়ে রাখল মোহামেডান
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটির ইনডোর গেমস শুরু