সৌদি আরবে নিখোঁজ হওয়ার ৭ দিন পর আবদুল্লাহ হাসান আনোয়ার (৫২) নামে হাটহাজারীর এক প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে নিহতের নিকট আত্মীয় সামসুর রহমান সিদ্দিক ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার দিবাগত রাতে সৌদি আরবের আল কাসেম নগরীর নিজ বাসার একটু দূরে পরিত্যক্ত একটি ভবনের নিচে তার লাশ পাওয়া যায়। নিহত প্রবাসী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ১নং ওয়াডস্থ ছাদেক নগর গ্রামের কুমারিকুল এলাকার মৃত আবদুল্লাহ খালেদ প্রকাশ আবদুল রাব্বানের পুত্র।
সূত্রে জানা যায়, দুই সন্তানের জনক আনোয়ার মাত্র ২ মাস পূর্বে জীবিকার তাগিদে সৌদি আরব গমন করেন। এর আগে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রবাসী ছিলেন। সেখানে তেমন সুবিধা করতে না পারায় নিজ দেশে ফিরে এসে দীর্ঘদিন দেশে অবস্থান করেন আনোয়ার। সৌদি আরব গমনের পর থেকে তিনি তেমন কোনো কাজের সন্ধান পাননি। যার কারণে এক প্রকার হতাশা কাজ করছিল তার ভেতর। এর মধ্যে গত সপ্তাহ খানেক পূর্বে তিনি হঠাৎ করে নিখোঁজ হয়ে পড়েন। নিখোঁজের সাতদিন পর গত সোমবার তার সৌদি আরবস্থ বাসার একটু দূরে পরিত্যক্ত একটি ভবনের নিচে স্থানীয় পথচারীরা তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে নিহতের আরেক নিকট আত্মীয় সেলিম মিন্টু জানান, নিহত আনোয়ারের রুমের সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য সৌদি পুলিশ নিয়ে যাওয়ায় তাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জানা সম্ভব হয়নি। তবে আরেকটি সূত্রে জানা গেছে, হতাশাগ্রস্ত হয়ে আনোয়ার আত্মহত্যা করে থাকতে পারে। তাছাড়া ঘটনার রহস্য উদ্ঘাটনে সৌদি পুলিশ কাজ করে যাচ্ছে বলেও জানায় সূত্রটি। বর্তমানে সৌদি আরবে পুলিশ হেফাজতে একটি হাসপাতালের হিমঘরে নিহতের লাশ রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার মরদেহ দেশে আনা হবে বলেও জানায় সূত্রটি।
নিহতের প্রতিবেশী স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ১০/১২ দিন আগেও তার সাথে কথা হয়েছিল। আমার বিশ্বাস হচ্ছে না, আনোয়ার ভাই আর আমাদের মাঝে নেই।