সৌদি তেল শিল্পের কেন্দ্রস্থলে হুতিদের ড্রোন হামলা

| মঙ্গলবার , ৯ মার্চ, ২০২১ at ১০:৪৬ পূর্বাহ্ণ

সৌদি আরবের তেল শিল্পের কেন্দ্রস্থলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বাহিনী। সৌদি আরবের রাষ্টীয় তেল কোম্পানি সৌদি আরামকোর পেট্রলিয়াম রপ্তানির প্রধান বন্দর রাস তানুরেও হামলা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। রোববারের এসব হামলাকে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার ওপর চালানো ব্যর্থ হামলা বলে অভিহিত করেছে রিয়াদ। হুতিরা ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর সঙ্গে ছয় বছর ধরে লড়াই করছে। এই লড়াইয়ের অংশ হিসেবে গত কয়েক বছর ধরে তারা সৌদি আরবের তেল শিল্পসহ বিভিন্ন স্থাপনা ও শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। ২০১৯ সালে বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি সৌদি আরামকোর কেন্দ্রস্থলের দুটি প্লান্টে হুতিদের ড্রোন হামলায় সৌদি আরবের তেলের উৎপাদন অর্ধেকেরও বেশি হ্রাস পেয়েছিল। খবর বিডিনিউজের।
সৌদি আরবে হামলার কথা ঘোষণা করে হুতিরা জানায়, আরামকোর স্থাপনাগুলোর পাশাপাশি দাম্মাম, আসির ও জাজান শহরে সৌদি সামরিক লক্ষ্যস্থলগুলোতেও হামলা চালানো হয়েছে। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, সাগরের দিক থেকে আসা একটি ড্রোন দিয়ে রাস তানুরের তেল সংরক্ষণাগার এলাকা, একটি তেল শোধনাগার এলাকা ও বিশ্বের বৃহত্তম সমুদ্রতীরবর্তী তেল লোডিং স্থাপনায় হামলা চালানো হয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, লক্ষ্যে পৌঁছানোর আগেই ক্ষেপণাস্ত্রবাহী ড্রোনগুলোকে বাধা দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। দাহরানে সৌদি আরামকোর একটি আবাসিক এলাকার কাছে ধ্বংস হয়ে যাওয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের টুকরো এসে পড়েছে। এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কোনো ক্ষয়ক্ষতিও হয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়টি। এক বিবৃতিতে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে মন্ত্রণালয়টির একজন মুখপাত্র বলেন, ‘এমন নাশকতামূলক কাজ শুধু সৌদি আরবকেই লক্ষ্যস্থল করে না, বিশ্বের নিরাপত্তা ও জ্বালানি সরবরাহের স্থিতিশীলতাকেও বিঘ্নিত করে, এভাবে এটি বৈশ্বিক অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করে।’

পূর্ববর্তী নিবন্ধনিরক্ষীয় গিনিতে ধারাবাহিক বিস্ফোরণে নিহত ১৫
পরবর্তী নিবন্ধহাজী নুরুল আমিন সওদাগর