নিরক্ষীয় গিনিতে ধারাবাহিক বিস্ফোরণে নিহত ১৫

| মঙ্গলবার , ৯ মার্চ, ২০২১ at ১০:৪৬ পূর্বাহ্ণ

মধ্য আফ্রিকার পশ্চিম উপকূলীয় দেশ নিরক্ষীয় গিনিতে ধারাবাহিক কয়েকটি বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এসব বিস্ফোরণে আরও প্রায় ৫০০ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে বিবিসি। রোববার দেশটির বৃহত্তম শহর বাটায় একটি সামরিক ব্যারাকের কাছে এসব বিস্ফোরণ ঘটে। খবর বিডিনিউজের।
নিরক্ষীয় গিনির প্রেসিডেন্ট তেওদোরো ওবিয়াং এঙ্গেমা জানিয়েছেন, দিনের বেলা ‘অবহেলাজনিত’ কারণে ব্যারাকের গুদামে এসব বিস্ফোরণ ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে বিস্ফোরণ স্থল থেকে ওঠা বিশাল ধোঁয়ার কুণ্ডুলি ও ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে আরো দুই বিক্ষোভকারী নিহত
পরবর্তী নিবন্ধসৌদি তেল শিল্পের কেন্দ্রস্থলে হুতিদের ড্রোন হামলা