খ্রি. পূ. ৪৮০ গ্রিক নাট্যকার ইউরিপিদিস-এর জন্ম।
খ্রি. পু. ৬৩ প্রথম রোমক সম্রাট অগাস্টাস-এর জন্ম।
১৫৬৫ ফরাসি নৌ-অভিযাত্রী জাঁরিবো-র মৃত্যু।
১৬১৬ ফরাসি স্থপতি নিকলা-ফ্রাঁসোয়া মাঁসার-এর মৃত্যু।
১৭৩৮ ওলন্দাজ চিকিৎসক হেরমান বোরহাভে-র মৃত্যু।
১৭৮৩ জার্মান চিত্রশিল্পী পিটার ফন কর্নেলিয়াস-এর জন্ম।
১৮৩৩ নিউ ইয়র্কে ডেইলি সান পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
১৮৪৬ ইয়োহান গেইল নেপচুন গ্রহ আবিষ্কার করেন।
১৮৫৬ স্কটিশ নাট্য সমালোচক ও নাট্যকার ইউলিয়াম আর্চার-এর জন্ম।
১৮৭০ খ্যাতনামা ফরাসি সাহিত্যিক প্রসপের মেরিমে-র মৃত্যু।
১৮৮২ জার্মান রসায়নবিদ ফ্রিডরিখ ভোয়েলারের মৃত্যু।
১৮৯৯ বাংলার প্রগতি সাংস্কৃতিক আন্দোলনের বিশিষ্ট পুরোধা হিরণকুমার সান্যাল-এর জন্ম।
১৯০১ নোবেলজয়ী (১৯৮৪) চেক কবি ইয়ারো াভ সেইফের্ত-এর জন্ম।
১৯০৭ কবি অজিতকুমার দত্তের জন্ম।
১৯১০ বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী প্রমথনাথ মিত্রের মৃত্যু।
১৯৩৩ বিখ্যাত রাইখস্টাগ মামলায় আত্মপক্ষ সমর্থন করে জর্জি দিমিত্রভ এক ঐতিহাসিক ভাষণ দেন।
১৯৩৯ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অস্ট্রীয় মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড-এর মৃত্যু।
১৯৪৯ সোভিয়েত ইউনিয়ন সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়।
১৯৬৫ ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতি ঘটে।
১৯৭৩ নোবেলজয়ী (১৯৭১) সাম্যবাদী কবি ও কূটনীতিবিদ পাবলো নেরুদার মৃত্যু।
১৯৮৯ কবি, লেখক ও শিক্ষাবিদ আবু হেনা মোস্তফা কামালের মৃত্যু।
১৯৯১ সোভিয়েত ইউনিয়নভুক্ত আর্মেনিয়া স্বাধীনতা ঘোষণা করে।