সোনার বাংলাদেশ তামান্না সঞ্চিতা | বুধবার , ৩ মার্চ, ২০২১ at ১১:১২ পূর্বাহ্ণ উড়ছে নিশান লাল সবুজের রক্তে মাখা প্রাণ, জীবন বাজী রাখল যাঁরা রাখতে মায়ের মান। নয়টি মাসের যুদ্ধ শেষে স্বাধীন হলো দেশ, লক্ষ শহিদ রক্তে গাঁথা সোনার বাংলাদেশ।