সেতু

প্রবীর বড়ুয়া | বুধবার , ১৩ জানুয়ারি, ২০২১ at ৮:৫০ পূর্বাহ্ণ

  • বিশ্বের দীর্ঘতম সেতুটি হলো চীনের ডানইয়াং-কুনশান গ্র্যান্ড ব্রিজ। জিনঘু হাইস্পিড রেলওয়েতে (যা বেইজিং-সাংহাই হাইস্পিড রেলওয়ে নামেও পরিচিত) অবস্থিত সেতুটি ১৬৪ কিলোমিটার (১০২ মাইল) লম্বা।
  • বাংলাদেশের দীর্ঘতম সেতু হলো পদ্মা সেতু। পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় তৈরি সেতুটির দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার আর প্রস্থ ১৮ দশমিক ১০ মিটার। এতে বসানো হয়েছে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান।
  • জাপানের আকাশি কাইকিও সেতুটি হলো বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু। এটি চালু হয় ১৯৯৮ সালে। কোবে শহর এবং আওয়াজি দ্বীপের মধ্যে সংযোগ স্থাপনকারী সেতুটির দৈর্ঘ্য ৬,৫২৯ ফুট (১,৯৯১ মিটার)।
  • বিশ্বের সবচেয়ে পুরনো যে সেতুটি এখনও ব্যবহৃত হয় সেটি হলো চীনের ঝাওঝাউ সেতু যা তৈরি হয়েছিল ৬০৫ খ্রিস্টাব্দে।
  • বিশ্বের সবচেয়ে উঁচু সেতুটি অবস্থিত চীনে। হ্যাংঝাউ-রুইলি এক্সপ্রেসওয়ের অংশ ডিউজ ব্রিজটি বেইপান নদী থেকে ৫৬৫ মিটার (১,৮৫৪ ফুট) উঁচুতে অবস্থিত। সেতুটি গুইঝাউ এবং ইয়ুনান প্রদেশকে যুক্ত করেছে যার নির্মাণ কাজ শেষ হয় ২০১৬ সালে।
  • বিশ্বের দীর্ঘতম ও সবচেয়ে উঁচু কাঁচের সেতুটি চীনের ঝাংজিয়াজি গ্রান্ড ক্যানইয়ন গ্লাস ব্রিজ যা ৪৩০ মিটার দীর্ঘ এবং ৬ মিটার প্রশস্ত। এর উপর থেকে পুরো উপত্যকাটি সুন্দরভাবে দেখা যায়।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোর বিখ্যাত ঝুলন্ত সেতু গোল্ডেন গেট ব্রিজটি সান ফ্রান্সিসকো উপসাগর ও প্রশান্ত মহাসাগরের সংযোগস্থলে ১.৬ কিলোমিটার প্রশস্তের গোল্ডেন গেট প্রণালীর উপর অবস্থিত।
পূর্ববর্তী নিবন্ধপ্রশ্ন
পরবর্তী নিবন্ধনির্বাচনী প্রচারণা