যার কারনে গত শুক্রবার মাঝপথে খেলা বন্ধ হয়ে গিয়েছিল সেই রোহান প্রিটারিয়াস করোনা নেগেটিভ হয়ে ফিরে খেললেন দুর্দান্ত এক ইনিংস। শুক্রবার রাতে পরীক্ষায় নেগেটিভ হওয়ার পর শনিবার আবার পরীক্ষা করানো হয় প্রিটোরিয়াসের। সেখানেও নেগেটিভ হলে গতকাল মাঠে নেমে ব্যাট হাতে ঝড় তুললেন আয়ারল্যান্ড উলভসের এই ব্যাটসম্যান। খেললেন ৯০ রানের দুর্দান্ত এক ইনিংস। গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইনিংসের সুচনা করতে নেমে প্রিটোরিয়াস উইকেটে কাটিয়ে দেন ৩৮ ওভার। গত শুক্রবার করোনা পজেটিভ হওয়ার পর থেকেই ৩০ বছর বয়সী প্রিটোরিয়াসকে আইসোলেশনে রাখা হয়েছিল। নতুন পরীক্ষায় মুক্তি পেয়েই তিনি গতকাল নেমে যান মাঠে। ১২৫ বলে ৯০ রান করেন প্রিটোরিয়াস।