সেই কাভার্ডভ্যান চট্টগ্রামে, চালকসহ আটক ২

ফ্লাইওভারে প্রাণ গেল নর্থ সাউথ ছাত্রীর

আজাদী ডেস্ক | শনিবার , ২ এপ্রিল, ২০২২ at ৫:৫২ পূর্বাহ্ণ

ছুটির দিনের সকালে ক্যাম্পাসে এক অনুষ্ঠানে যোগ দিতে স্কুটি নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। রাজধানীর কুড়িল ফ্লাইওভারে কোনো এক গাড়ি কেড়ে নিয়েছে তার প্রাণ। মায়শা মমতাজ মিম নামের ২২ বছর বয়সী ওই তরুণী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষে পড়ছিলেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কোনো এক সময় তিনি দুর্ঘটনায় পড়েন বলে পুলিশের ধারণা।
অজ্ঞাত সেই গাড়ির চাপায় রক্তাক্ত অবস্থায় ফ্লাইওভারেই পড়ে ছিল মিমের দেহ। পাশেই পড়ে ছিল তার স্কুটি। পুলিশ দুর্ঘটনার খবর পায় ৯৯৯-এ একটি ফোনে। ওই অবস্থায় মিমকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে ময়নাতদন্ত হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে।
মিমকে চাপা দেওয়া কাভার্ডভ্যানটির চালকসহ দুজনকে চট্টগ্রাম থেকে আটকের কথা জানিয়েছে পুলিশ। পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, ঘটনার পর পুলিশ ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে একটি কাভার্ডভ্যানকে শনাক্ত করে। ভ্যানটি একটি ব্যাংকের নামে নিবন্ধিত। পরে গাড়িটি পরিচালনাকারী কোম্পানির সূত্র ধরে এর অবস্থান শনাক্ত করা হয়। খবর বিডিনিউজের।
তিনি বলেন, রাত ১০টার দিকে চট্টগ্রাম থেকে গাড়িটির চালক সাইফুল ইসলাম ও গাড়িতে থাকা মালামালের (মালিকের) প্রতিনিধি মশিউর রহমানকে আটক করে পুলিশ। তাদের চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, গাড়িটিও জব্দ করা হয়েছে।
এদিকে গাজীপুরের মৌচাক আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূর মোহাম্মদ মামুনের দুই মেয়ের মধ্যে মিম বড়। উত্তরা ৬ নম্বর সেক্টরে তাদের বাসা। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়, তবে মৌচাকেও তাদের বাড়ি আছে। ময়নাতদন্ত শেষে মিমের মরদেহ দাফনের জন্য সেখানেই নিয়ে গেছেন স্বজনেরা।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক শর্মী হোসাইন জানান, মিম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল ২০২০ সালে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এখন ভাষা প্রতিযোগিতা চলছে ক্যাম্পাসে। মিম সেখানে স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করছিলেন। গতকাল চূড়ান্ত প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দিতেই ক্যাম্পাসে যাচ্ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসৌদি আরবে আজ থেকে রোজা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে রোজা আজ থেকে