সুস্থ হয়ে উঠছেন খালেদা : চিকিৎসক

| মঙ্গলবার , ২ নভেম্বর, ২০২১ at ১০:৫১ পূর্বাহ্ণ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। গতকাল সোমবার বিকেলে সাংবাদিকদের তিনি বলেন, আলহামদুলিল্লাহ, ম্যাডাম সুস্থ হয়ে উঠছেন। খবর বাংলানিউজের।
মেডিক্যাল বোর্ড নিয়মিত তার বায়োপসিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টসমূহ পর্যালোচনা করে চিকিৎসা দিচ্ছেন বলে জানান ডা. এ জেড এম জাহিদ হোসেন।
খালেদা জিয়া হাসপাতালের কেবিনে আছেন। হাসপাতাল এবং মাঝে-মধ্যে বাসা থেকে রান্না করা খাবার খাচ্ছেন বলেও জানান তিনি। খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি, ছোট ভাই শামীম এস্কান্দার, প্রয়াত ভাই সাইদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার নিয়মিত হাসপাতালে তার পাশে থাকছেন। গত ২৪ অক্টোবর লন্ডন থেকে ঢাকায় আসেন সিঁথি।

পূর্ববর্তী নিবন্ধক্রমাগত কমছে রেমিটেন্স
পরবর্তী নিবন্ধমাসব্যাপী রিটার্ন গ্রহণ ও তথ্য সেবা উদ্বোধন