মিঠুন ভৌমিক, মুরাদপুরে বাসা তার। শখ করে মনসা পূজার ছাগল কিনতে গিয়েছিলেন মইজ্জারটেক আকবর মামার পাঁঠার বাজারে। পছন্দ করে ৫৫ হাজার টাকায় কিনলেন ছাগল। প্রফুল্ল চিত্তে বাসায় নিয়ে এসে ছাগলের পরিচর্যা করতে গিয়ে হঠাৎ দেখেন ছাগলের শিং একটা ভাঙা; সুপার গ্লু দিয়ে আটকে দেওয়া হয়েছিল। মাথায় আকাশ ভেঙে পড়লো। কেননা নিয়ম অনুযায়ী পূজায় উৎসর্গকৃত ছাগলটি নিখুঁত হতে হবে।
মিঠুন ভৌমিক জানান, ভাঙা শিংটা নিয়ে আমি পুনরায় সেই বাজারে যাই। বাজার কমিটি এবং আকবর মামাকে বিচার দেই। তারা আমাকে নিয়ে ছাগলের বিক্রেতা সোহেল মুন্সীর খোঁজ করতে থাকে।
কিন্তু সে ততক্ষণে চলে গেছে। আকবর মামা ক্ষতিপূরণ বাবদ আমাকে ৫০০০ টাকা দিতে চেয়েছেন। কিন্তু এ টাকায় আমার কী হবে? অন্তত ২০,০০০ টাকা দিলে আমি পূজার জন্য ছোট হলেও একটি ছাগল কিনতে পারতাম। এখন কী হবে?