মিয়ানমারের কারাবন্দি নেতা অং সান সুচিকে মুক্তি দিতে দেশটির ক্ষমতা দখল করা জান্তা সরকারের কাছে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছেন আসিয়ানের এক বিশেষ দূত। সোমবার আসিয়ানের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ও ক্যাম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখন আনুরোধ জানান। বুধবার তার মিয়ানমার সফরের কথা রয়েছে।
গত বছর ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে সুচি নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এর প্রতিবাদে দেশজুড়ে কয়েক মাস ধরে টানা বিক্ষোভ চলে। বিক্ষোভ দমাতে সেনাবাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে সরাসরি গুলিও ছোড়ে। কয়েক মাসের বিক্ষোভে কয়েকশ বিক্ষোভকারী নিহত হয়। খবর বিডিনিউজের।
এ অবস্থায় দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন্স থেকে মিয়ানমারে শান্তি ফিরিয়ে আনার উদ্যোগ নিতে জান্তা সরকারকে চাপ দেওয়া হয়।