সরকার খাদ্য শস্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। দেশের মানুষের খাদ্য নিরাপত্তা অব্যাহত রাখতে উচ্চফলনশীল রোপা আমন ধান আবাদ বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে। সে লক্ষ্যে সারা দেশে ৩ লক্ষ ৫৫ হাজার ৭শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
এরই অংশ হিসেবে সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৩শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে উচ্চ ফলনশীল আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। তালিকাভূক্ত প্রতি কৃষককে ১বিঘা উচ্চ ফলনশীল আমন ধান আবাদের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে।
গতকাল সকালে উপজেলা কৃষি ও পুনর্বাসন বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল আমন ধান বীজ এবং রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, উপজেলা প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, উপজেলা সমবায় কর্তকর্তা এমএ শহিদ ভূঁইয়া।










