সীতাকুণ্ডে শিপইয়ার্ডে প্লেট চাপায় শ্রমিক নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ মে, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় কাজ করার সময় প্লেট চাপা পড়ে মো. সাহাবউদ্দিন (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় মোশারফ হোসেন (৩৭) নামে অপর এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার বিকালে উপজেলার জোরামতল সাগর উপকূলে অবস্থিত রুবেলের মালিকানাধীন ফোর স্টার শিপব্রেকিং ইয়ার্ড নামক একটি জাহাজভাঙা কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহাবউদ্দিন উপজেলার কুমিরা ইউনিয়নের কাজীপাড়া এলাকার সুলতান আহাম্মদের পুত্র।

শ্রমিকরা জানান, বিকালে জাহাজের কাটিং কাজ করার সময় হঠাৎ উপর থেকে ছিটকে পড়া প্লেটের নিচে চাপা পড়েন শ্রমিক সাহাবউদ্দিন ও মোশারফ। দুর্ঘটনার পর দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহাবউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানার এসআই পারসিত চাকমা জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি বিকালে জাহাজভাঙা কারখানা ঘুরে এসেছেন। নিহত ও আহত শ্রমিক হাসপাতালে রয়েছে বলে কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসেই মোতালেবের পেট থেকে বের হলো আরো ৮ কলম
পরবর্তী নিবন্ধআবারো ভ্যাপসা গরম, অস্বস্তি