সীতাকুণ্ডে প্রচারণায় নারী কাউন্সিলর প্রার্থীদের ব্যতিক্রমী কৌশল

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ২৩ ডিসেম্বর, ২০২০ at ১২:২১ অপরাহ্ণ

আগামী ২৮ ডিসেম্বর সীতাকুণ্ড পৌরসভা নির্বাচন। এ উপলক্ষে পৌর এলাকায় চলছে নির্বাচনী প্রচারণা। এবার প্রচারণায় পিছিয়ে নেই সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা। ইতোমধ্যে নারী অধিকার ও উন্নয়নে প্রতিশ্রুতি দিয়ে ব্যতিক্রমী প্রচারণা কৌশল বেছে নিয়েছেন তারা। ভোটাররা জানিয়েছেন, এসব প্রতিশ্রুতির মধ্যে রয়েছে যৌতুক বিরোধী আন্দোলন, বাল্য বিয়ে প্রতিরোধ, দুস্থ নারীদের পুনর্বাসন ইত্যাদি।
সহকারী রিটার্নিং কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, ১৭টি কেন্দ্র ও ৯৮টি বুথে পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার ৩৪ হাজার ৮১৩ জন। এদের মধ্যে অর্ধেকই নারী ভোটার। তাদের সংখ্যা ১৬ হাজার ৯৮৬ জন। নির্বাচনে ৩টি সংরক্ষিত কাউন্সিলর পদের বিপরীতে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১, ২, ৩নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মেহেরুন্নেছা বেগম ডালিয়া। তিনি বলেন, আমাদের এলাকায় যৌতুক, বাল্য বিয়ে ও নারী নির্যাতন-এসব বিষয়ে ভুক্তভোগীর সংখ্যা অনেক বেশি। আমি নির্বাচনে জয়ী হয়ে এসব সমস্যা দূর করতে চাই। একই ওয়ার্ডের প্রার্থী পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফজিলাতুলনেছা হোসনা। তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় সমাজের অবহেলিত নারীদের পুনর্বাসনে কাজ করার কথা বলছি। অনেক সময় সালিশ বৈঠকে নারীদের প্রতি অবিচার করা হয়। আমি জয় পেলে নারীদের ন্যায়বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দিচ্ছি।
৪, ৫, ৬নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কামরুন নাহার কাকলী। তিনি বলেন, বিভিন্ন সময় কাজ করতে গিয়ে নারীদের নানা প্রতিকূলতার মধ্যে পড়তে হয়। আমি এসব প্রতিকূলতার বিরুদ্ধে কাজ করতে চাই। পুরুষশাসিত সমাজে নারীদের অধিকার আদায় করতে চাই। ৭, ৮, ৯নং ওয়ার্ডের প্রার্থী পৌর মহিলা দলের সভানেত্রী মাসুদা খায়ের।
তিনি বলেন, আমার এলাকার বেশিরভাগ লোক হতদরিদ্র। কেউ তাদের জন্য কাজ করেন না। এবার নির্বাচিত হলে আমি তাদের জন্য কাজ করবো। একই ওয়ার্ডের প্রার্থী জেসমিন আক্তার। তিনি বলেন, আমি বিজয়ী হলে নারী সমাজের জন্য কাজ করবো। নিরক্ষরতা দূরীকরণ, পুঁজি গঠন; সর্বোপরি দুস্থ নারীদের পাশে দাঁড়াবো।

পূর্ববর্তী নিবন্ধচসিক নির্বাচন পেছানোর দাবি
পরবর্তী নিবন্ধমাহমুদুল ইসলাম চৌধুরীর সাথে ভারতীয় হাই কমিশনারের বৈঠক