সীতাকুণ্ডে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পিতার মৃত্যু পুত্র হাসপাতালে

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ জুন, ২০২২ at ৫:৫৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মমিনুল হক মামুন (৪৫) নামের এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তার ছেলে আলী হোসেন সবুজ (২৬)। গতকাল বুধবার বিকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট-বাংলাবাজার সড়কে এই ঘটনা ঘটে। নিহত মামুন মুরাদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আকবরের বড় ভাই ও মৃত ইমাম শরীফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে ফকিরহাট গরুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন মমিনুল হক ও তার ছেলে সবুজ। মাঝ রাস্তায় হঠাৎ তিনটি সিএনজি থেকে নেমে সন্ত্রাসীদের একটি দল ছুরি, কিরিচ দিয়ে মমিনুল হকের উপর অতর্কিতে হামলা চালায়। এ সময় বাবাকে বাঁচাতে এগিয়ে আসে ছেলে সবুজ। তখন সন্ত্রাসীরা তাকেও ছুরিকাঘাতে মারাত্মক আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যায়।

কিন্তু যাওয়ার পথেই পিতা মমিনুল হকের মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলে সবুজ অবস্থায় বর্তমানে চমেকে চিকিৎসাধীন রয়েছে।

নিহতের ভাই ইউপি সদস্য আকবর হোসেন বলেন, সন্ত্রাসীরা তিনটি সিএনজি করে এসে অতর্কিতে হামলা চালিয়ে পৌর সদরের দিকে পালিয়ে যায়। আমার ভাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ও পেশায় একজন কৃষক। তার সাথে কারো শত্রুতা থাকার কথা না। এটা পরিকল্পিত হামলা।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। ঘটনার কারণ নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ঘটনার তদন্ত চলছে।

পূর্ববর্তী নিবন্ধক্লাসে ঢুকে শিক্ষিকার মাথা ফাটালো চোর
পরবর্তী নিবন্ধসহযোগীসহ মাদক ব্যবসায়ী রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার