সীতাকুণ্ডে ৫শ পিস ইয়াবাসহ মো. সাকিবুল হাসান (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার উপজেলার পৌরসদরের বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যবসায়ী আনোয়ারা থানার দুধকুমড়া (মধ্যম পাড়া) এলাকার ইউসুফ আলীর পুত্র।
থানার উপ–পরিদর্শক (এসআই) পাপেল রায় জানান, গোপন তথ্যের ভিত্তিতে ইয়াবা পাচারের খবর পেয়ে পৌরসদরের বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে ঢাকামুখী বাস থেকে নামা সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী প্যান্টের পকেটে তল্লাশি চালিয়ে ৫ শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক জানিয়েছেন, সে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত রয়েছে। চট্টগ্রাম থেকে পাইকারি মূল্যে ইয়াবা কিনে সে সীতাকুণ্ড, মিরসরাই, নোয়াখালী ও ঢাকা সহ বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করতো। তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বুধবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।