সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম মোহাম্মদ নুরুল কাদের (২২)। আজ রোববার বেলা ১টা ৫৭ মিনিটে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বাড়ি বাঁশখালীর পূর্ব চেচুরিয়ায়।
ঘটনার পর থেকে নগরীর বেসরকারি পার্ক ভিউ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন নুরুল কাদের। নুরুল কাদের বিএম কনটেইনার ডিপোতে ইকুইপমেন্ট হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএম ডিপোর সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ শাকিল। তিনি বলেন, মরদেহ গ্রহণ করার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে। সেখানে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
এ নিয়ে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা দাড়াল ৪৮।