সীতাকুণ্ড পৌর বিএনপির তিন নেতার অব্যাহতি আদেশ প্রত্যাহার

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:৪৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড পৌর তিন বিএনপি নেতার অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়েছে। তারা হলেনসীতাকুণ্ড পৌরসভার সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহের উদ্দিন আশরাফ, ৫নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল্লাহ ভূঁইয়া ও ৮নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম। উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। জানা যায়, ২০২২ সালের ১৩ মে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী আদেশে সীতাকুণ্ড থানা ও পৌরসভাসহ সকল ওয়ার্ড কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়। তারই ভিত্তিতে পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন ও সদস্য সচিব ছালেহ আহম্মদ তৎকালীন ওয়ার্ড দায়িত্বশীলদেরকে না জানিয়ে ও তাদেরকে বাদ দিয়ে অপর একটি আহ্বায়ক কমিটি গঠন করেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা মোজাহের উদ্দিন আশরাফ, শহিদুল্লাহ ভূঁইয়া ও খোরশেদ আলমকে অব্যাহতি প্রদান করা হয়। গত ২১ সেপ্টেম্বর উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার স্বাক্ষরিত এক চিঠিতে অব্যাহতি আদেশ প্রত্যাহার করে নেন।

পূর্ববর্তী নিবন্ধমীর নাছিরের রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
পরবর্তী নিবন্ধপিকআপে চোরাই বৈদ্যুতিক সরঞ্জাম, আটক ১