রেড ক্রিসেন্ট চট্টগ্রাম : বন্যার কারণে পানিবন্দী হয়ে খাদ্য সংকটে থাকা পরিবার সমূহের পাশে দাঁড়িয়ে মানবিক সহযোগিতা কার্যক্রম পরিচালনা করে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে সোসাইটির ট্টেজারার ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান এম এ ছালাম এবং সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজমের নির্দেশনায় সিলেটের বন্যার্ত মানুষকে স্বেচ্ছায় সহযোগিতা প্রদান করা হয়। বন্যায় মানবিক সহযোগিতা কার্যক্রমের আওতায় সিলেট ইউনিটকে নগদ অর্থ এবং সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে স্বেচ্ছাসেবকরা খাদ্য ও প্রয়োজনীয় উপকরণ সমূহ পৌঁছে দেয়।

আ.লী নেতা মহিউদ্দিন বাচ্চু : সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় দুঃস্থ জনগণের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মহানগর যুবলীগের (সাবেক) আহবায়ক, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন বাচ্চু। তাঁর ব্যক্তিগত উদ্যোগে রোববার (২৬ জুন) কোম্পানীগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ১৫’শ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, বিস্কুট, মুড়ি, স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। সিলেট জেলা পুলিশের সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের সহযোগিতায় ও কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তীর তত্ত্বাবধানে দিনভর নৌকাযোগে চলে এই ত্রাণ সামগ্রী বিতরণ।
মহিউদ্দিন বাচ্চুর সঙ্গে ত্রাণ বিতরণে অংশ নেয় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মাহানগর আওয়ামী লীগ নেতা সরোয়ার মোর্শেদ কচি, এহছানুল আজিম লিটন, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য সাইফুল ইসলাম, সাখাওয়াত হোসেন স্বপন, হেলাল উদ্দিন, এস এম সাইদ সুমন, শহীদুল ইসলাম শামীম, সালেহ আহমদ দিঘল, আব্দুর রাজ্জাক দুলাল, আব্দুল আজিম, আলমগীর আলম, আজিজ উদ্দিন চৌধুরী, আফতাব উদ্দিন রুবেল, আবুল বশর, মো. হিরু, এড. রবি সৈয়দ, সাইফুল করিম, ইঞ্জিনিয়ার রুবেল, মো. রুবেল, শহীদুল ইসলাম শহীদ, মিজানুর রহমান মিন্টু, এম এ হান্নান রুবেল, মো. এরশাদ প্রমুখ।

তোহফা ফর ম্যানকাইন্ড : তোহফা ফর ম্যানকাইন্ড চট্টগ্রাম ও সিলেট শাখার উদ্যোগে সিলেট-সুনামগঞ্জ বন্যা কবলিত বিভিন্ন অঞ্চলে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বন্যা দুর্যোগ পরবর্তীতে থেকে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিরতণ করে আসছে তোহফা’র সিলেট শাখা। তোহফা ফর ম্যানকাইন্ড প্রতিষ্ঠাতা ছৈয়দ মুহাম্মদ সাইফুল ইসলাম বারী জানান, প্রাথমিকভাবে সিলেট শাখা থেকে ত্রাণ দিয়ে আসেলও পরবর্তীতে চট্টগ্রাম থেকেও ত্রাণ সমাগ্রী পাঠানো হয়েছে।

বাঁশখালী পৌরসভা ইয়ং সোসাইটি : বাঁশখালী প্রতিনিধি জানান, পৌরসভার ইয়ং পাওয়ার সোসাইটির সদস্যরা সিলেটে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। গত শুক্র ও শনিবার বাঁশখালী পৌরসভার ইয়ং সোসাইটির সদস্যদের নিজস্ব অর্থায়নে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ সিলেট ও সুনামগঞ্জের সর্বাধিক ক্ষতিগ্রস্ত প্রথম দিনের ত্রাণ বিতরণ কার্যক্রমে সিলেট জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বিনোদপুর গ্রামে ১৫০টি ও পরেরদিন গোয়াইন ঘাট উপজেলার আলীর নগর ও পিরিজপুর গ্রামে ১৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন পৌরসভা ইয়ং পাওয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মো. আলমগীর, সিনিয়র সহ-সভাপতি মো. শফিউল্লাহ, সহ-সভাপতি ইকবাল হোসেন কানন ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন রিপন।

শেখ রাসেল স্মৃতি সংসদ : শেখ রাসেল স্মৃতি সংসদ ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের উদ্যোগে বন্যাকবলিত এলাকায় অসহায় পাঁচশতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি, দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড সভাপতি ওমর ফারুক ফয়সালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম. নুরুল আজম তুষারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মো. আহাদ, ইউপি চেয়ারম্যান অধ্যাপক লোকমান সিকদার, এম.এন তুষার, প্রবাসী মো. জাবেদ, ছাত্রলীগ নেতা মো. নাঈম, মো. কদর, মো. তালেব, মো. আলাউদ্দিন প্রমুখ।











