সিরিয়ায় আইএসের হামলায় ৫৩ জন নিহত

| রবিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:৩৫ পূর্বাহ্ণ

সিরিয়ায় আইএসের ভয়াবহ হামলায় ৫৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল শনিবার এ তথ্য জানা যায়। এর আগে, গত শুক্রবার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা এ তথ্য জানায়।

জানা গেছে, সিরিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ হোমসে এ ঘটনা ঘটে। দেশটির বার্তাসংস্থা সানা হামলার জন্য জিহাদি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করেছে। খবর বাংলানিউজের।

হামলায় নিহতদের মরদেহ পালমিরা প্রাদেশিক হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের প্রধানের বরাতে রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা জানিয়েছে, হাসপাতালে নেওয়া নিহতদের মাথায় গুলির চিহ্ন রয়েছে। বেঁচে যাওয়া একজন জানিয়েছেন, তাদের গাড়ি পুড়িয়ে দিয়েছে আইএস। তবে এ হামলার জন্য এখনো কেউ দায় স্বীকার করেনি।

পূর্ববর্তী নিবন্ধপুলিশ পরিচয়ে চাঁদাবাজি ঢাবি ছাত্রলীগের সেই দুই নেতা বহিষ্কার
পরবর্তী নিবন্ধযেকোনো মূল্যে আউটার স্টেডিয়ামের পূর্বের অবয়ব ফিরিয়ে আনতে হবে : সুজন