আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টি ম্যাচে জয় পাওয়া বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জিততে চান সাকিবরা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বুধবার ম্যাচটি শুরু হবে বেলা ২টায়। গতকাল মঙ্গলবার বিরতির দিনটি হোটেলেই কাটান দলের ক্রিকেটাররা।
অধিনায়ক সাকিব আল হাসান একটি পণ্যের বিজ্ঞাপনী কাজে ব্যস্ত সময় পার করেন। বাকিরা টিম হোটেলেই সেরে নেন ফিটনেস ও অন্যান্য টুকটাক কাজ। স্বাগতিকদের মতোই মঙ্গলবার অনুশীলন করেননি আইরিশ ক্রিকেটাররা। স্কোয়াডের অন্যদের সঙ্গে টেস্ট দলের ক্রিকেটাররা সকালে প্রায় পুরো দমে অনুশীলন করেন। অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সহকারী কোচ গ্যারি উইলসন। ওয়ানডে সিরিজসহ প্রথম টি–টোয়েন্টিতে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে না পারার আক্ষেপ আইরিশদের সাবেক অধিনায়কের কণ্ঠে। সঙ্গে তিনি শোনালেন ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও।