সিমেন্ট ক্লিংকারসহ জাহাজ ডুবি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:৪১ পূর্বাহ্ণ

সিমেন্ট ক্লিংকার নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে এমভি রোকনুর১ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এ সময় জাহাজের ১৩ জন নাবিক সাঁতার কেটে আরেকটি জাহাজে উঠে জীবন রক্ষা করেন। গতকাল ভোরে লক্ষীপুরের চরগজারিয়া এলাকায় নোঙররত অবস্থায় জাহাজ দুর্ঘটনার এ ঘটনা ঘটে। ঘটনার সময় ঘন কুয়াশা ছিল বলে জানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)

জানা যায়, আগে থেকে নোঙরে থাকা অপর একটি জাহাজের সাথে ধাক্কা লাগার ফলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় জাহাজের শিপ সাইড ও ডেক ফেটে পেছনের হেজ ও মাঝখানের হেজে পানি ঢুকে যায় এবং ২০৩০ মিনিটের মধ্যে সেটি ডুবে যায়। দুর্ঘটনার কবলে পড়া রোকনুর১ জাহাজে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের ২ হাজার টন ক্লিংকার ছিল বলেও জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধমায়ের সঙ্গে ছেলে, মেয়ের সঙ্গে মা পাস করলেন এইচএসসি
পরবর্তী নিবন্ধউদ্বোধনী দিনেই বইপ্রেমীদের আনন্দমুখর পদচারণা