চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের সাথে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বৈঠক করেছেন।
গতকাল সোমবার দুপুরে সিডিএ কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে দুই নেতা সৌজন্য বিনিময়ের মাধ্যমে আলোচনা শুরু করেন। তারা সামপ্রতিক রাজনৈতিক, সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক নানামুখী বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন। নাসিরাবাদ কো অপারেটিভ হাউজিং সোসাইটির বড় দীঘির পাড় আবাসন প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে উভয়ের মধ্যে। সিডিএ চেয়ারম্যান এই প্রকল্প বাস্তবায়নে মাস্টারপ্ল্যান অনুসরণ করার ব্যাপারে পরামর্শ দেন। বৈঠকে সিডিএ’র প্রকৌশলীবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।