চট্টগ্রামে একটি পোল্ট্রি ফিডের গুদামে আগুন লেগেছে। রবিবার (২২ মে) সকাল ৯টায় নগরীর আকবর শাহ থানার সিটি গেট এলাকার জাবেদ স্টিল মিলের পাশে এসএ ট্রেডিংয়ের গুদামে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বায়েজিদ বোস্তামী স্টেশনের ছয়টি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টা ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, ‘সকাল ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুন লেগেছে এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে জানানো হবে।’
আকবর শাহ থানার এসআই মো. মহসীন বলেন, ‘আগুনে এসএ ট্রেডিং নামে একটি পোল্ট্রি খাদ্য গুদাম পুড়ে গেছে। তবে আগুন অন্য স্থানে ছড়িয়ে পড়ার আগেই নেভানো হয়েছে। এতে পাশে থাকা অনেক ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা পেয়েছে।’