চন্দনাইশে বাসের সুপারভাইজারের কাছ থেকে ৭ হাজার ইয়াবা উদ্ধার

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ২২ মে, ২০২২ at ৪:০৯ অপরাহ্ণ

চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে দেশ ট্রাভেলস পরিবহনের একটি বাসের সুপারভাইজারের কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। সুপারভাইজারের নাম মো. জামাল হোসেন (৩০)।

গতকাল শনিবার রাতে উপজেলা গাছবাড়িয়া পুরাতন সড়ক ভবন অফিসের সামনে পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, বিপুল পরিমাণ ইয়াবা পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে থানার এসআই খালেকুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ গতকাল শনিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়াস্থ পুরাতন সড়ক ভবন অফিসের সামনে অবস্থান নেয়।

এসময় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে চট্টগ্রাম অভিমুখী বিভিন্ন যানবাহনে তল্লাশিকালে দেশ ট্রাভেলস পরিবহনের একটি বিলাসবহুল যাত্রীবাহী বাসকে সিগন্যাল দিলে চালক বাসটি থামান। এসময় পুলিশ দল উক্ত বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দেওপাড়া ইউনিয়নের মৃত এন্তাজ আলীর পুত্র মো. জামাল হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদকালে তিনি উক্ত বাসের বাম পাশের একটি বাক্স থেকে একটি কার্টন বের করেন।

কার্টনটির ভিতর থেকে স্কচটেপ ও কাগজ মোড়ানো একটি পোটলায় রাখা ৩৫টি নীল রংয়ের পলিথিনের প্যাকেট থেকে (প্রতি প্যাকেটে ২০০ পিস করে) ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ২১ লাখ টাকা।

ইয়াবা উদ্ধারের ঘটনায় চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনোয়ার হোসেন জানান, বাসের সুপারভাইজারের আড়ালে ধৃত জামাল হোসেন ইয়াবা পাচার করত। ইয়াবাসহ গ্রেপ্তারকৃত জামালকে আজ রবিবার(২২ মে) আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে।

পূর্ববর্তী নিবন্ধসিটি গেট এলাকায় আগুনে পুড়ল পোল্ট্রি ফিডের গুদাম
পরবর্তী নিবন্ধচবিতে ছাত্রলীগ কর্মীদের সাথে স্থানীয়দের মারামারি, পুলিশ মোতায়েন