চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং অনুপ বিশ্বাস এন্ড ব্রাদার্সের পৃষ্ঠপোষকতায় সম্প্রতি অনুষ্ঠিত মুজিববর্ষ সিজেকেএস তায়কোয়ানডো লিগে ক্ষুদে প্রতিযোগী ত্রিশূল নন্দী চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের (লাল) পক্ষে অংশ নিয়ে ১টি স্বর্ণ (জুনিয়র ক্যাটাগরি) ও ১টি রৌপ্য পদক লাভ করে প্রতিযোগিতায় কৃতিত্ব দেখায়।
সে কাস্টম একাডেমি ল্যাবরেটরী হাই স্কুলের ২য় শ্রেণীর ছাত্র।