বকুল অঞ্চলের শীতকালীন ক্রীড়ায় চট্টগ্রাম উপ-অঞ্চল চ্যাম্পিয়ন

| সোমবার , ১৪ মার্চ, ২০২২ at ১০:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম আঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত বকুল অঞ্চলের ৫০তম শীতকালীন অ্যাথলেটিক্স প্রতিযোগিতা গত শনিবার চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে শেষ হয়েছে। দিনব্যাপী প্রতিযোগিতায় ২১৯ পয়েন্ট লাভ করে চট্টগ্রাম উপ-অঞ্চল দলগত চ্যাম্পিয়ন এবং ১৬৯ পয়েন্ট লাভ করে কুমিল্লা শিক্ষা উপ-অঞ্চল রানার্সআপ হয়েছে। সিলেট কুমিল্লা ও স্বাগতিক চট্টগ্রাম উপ-অঞ্চলের দেড় শতাধিক প্রতিযোগী এতে অংশগ্রহণ করে। প্রতিযোগীদের মধ্যে বালক গ্রুপে কুমিল্লা উপ-অঞ্চলের কুমিল্লা ক্যান্টনমেন্ট ইস্পাহানি পাবলিক স্কুলের ছাত্র সরোয়ার জাহান, নোয়াখালীর আহমদিয়া আদর্শ স্কুলের ছাত্র মো. ফাহিম, বালিকা গ্রুপে নোয়াখালীর আহমদিয়া আদর্শ স্কুলের ছাত্রী তানজিনা আক্তার ও একই জেলার বালিগাঁও আদর্শ স্কুলের ছাত্রী জাহানারা বেগম যথাক্রমে ব্যক্তিগত চ্যাম্পিয়ন ও ব্যক্তিগত রানার আপ হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর আবদুল আলীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক দেবব্রত দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক (কলেজ) ড. গাজী গোলাম মাওলা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-পরিচালক (হিসাব-নিরীক্ষা) তাওয়ারিক আলম, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক দেবব্রত দাশ।

পূর্ববর্তী নিবন্ধসিজেকেএস প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনী-ফ্রেন্ডস লড়াই আজ
পরবর্তী নিবন্ধসিজেকেএস তায়কোয়ানডো লিগে ক্ষুদে ত্রিশূলের কৃৃতিত্ব