সিজেকেএস অনূর্ধ্ব-১৬ দীর্ঘ মেয়াদী ফুটবল প্রশিক্ষণ শুরু

| শনিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিজেকেএস অনুর্ধ্ব-১৬ দীর্ঘ মেয়াদী আবাসিক ফুটবল প্রশিক্ষণ কর্মসূচি গতকাল বিকাল ৩টায় এম এ আজিজ স্টেডিয়ামস্থ প্রশিক্ষণ মাঠে শুরু হয়েছে। সিজেকেএস ফুটবল কমিটির সম্পাদক মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এতে আরো উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিডিএফএ এর সভাপতি এস.এম. শহীদুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য আবুল হাসেম, আ.ন.ম ওয়াহিদ দুলাল, নাসির মিঞা, দিদারুল আলম, সিজেকেএস ফুটবল কমিটির যুগ্ম-সম্পাদক আকতারুজ্জামান, সিজেকেএস কাউন্সিলর রায়হান উদ্দীন রুবেল, এনামুল হক, মুছা বাবুল, আলী হাসান রাজু, প্রশিক্ষণ কর্মসূচীর প্রধান সমন্বয়কারী সালাউদ্দীন জাহেদ প্রমুখ। প্রশিক্ষণ কর্মসূচিতে ৫৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে।

পূর্ববর্তী নিবন্ধঅসহায়দের পাশে বিত্তবানদের এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধক্রিকেট লিগ রেলিগেশন পর্বে লাকি স্টার এবং সিটি গ্রীন জয়ী