সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের প্রকল্প নগরীর সুগন্ধা আবাসিক এলাকার ১নং রোডে অবস্থিত সিকিউর অর্কিডের নির্মাণ কাজের উদ্বোধন গত ৮ জানুয়ারি পবিত্র কোরআন খতম ও মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়েছে। মোনাজাত পরিচালনা করেন ভূমি মালিক আব্দুল আহাদ। এতে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোরসেদুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হাসান, ভাইস চেয়ারম্যান ইয়াছিন হান্নান ও আকতার হোসেন, ব্যবস্থাপক (বিক্রয় ও বিপনণ) মমিনুর রশিদ, ভূমি মালিক রাশেদ খালেদ এবং কোম্পানির অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ৯ তলা বিশিষ্ট এপার্টমেন্টটি আগামী ৩০ জুনের মধ্যে ফ্ল্যাটের গ্রাহকবৃন্দ এবং ভূমি মালিককে বুঝিয়ে দেয়ার লক্ষ্যে কর্মপরিকল্পনা এবং কাজ শুরু হয়েছে। নান্দনিক স্থাপত্যশৈলীর আধুনিক ডিজাইনের প্রকল্পটি একদল দক্ষ প্রকৌশলীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্মিয়মাণ ১৮০০ বর্গফুটের প্রতিটি ফ্ল্যাটে উন্নতমানের ফিটিংস, কারপার্কিং, পর্যাপ্ত আলোবাতাস (ক্রস ভেন্টিলেশন) ব্যবস্থা, সিসিটিভি, রুফটপে বারবিকিউ জোন, হেলথ ক্লাব, পার্টি হল, প্রার্থনা কক্ষ, প্রকল্পের সাথে লাগোয়া প্রবর্তক পাহাড়ের সবুজ বেষ্টিত গাছপালার নির্মল পরিবেশ উপভোগ করার ব্যবস্থা রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।