সিএসইতে লেনদেন ৮.২৫ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৩ আগস্ট, ২০২৩ at ৫:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার ৮.২৫ কোটি টাকা লেনদেন হয়েছে। মোট ২,৭৪১টি লেনদেনের মাধ্যমে মোট ২০.৩৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১১.১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,৭২১.১৭ পয়েন্টে। সিএসই৫০ মূল্যসূচক ০.১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩১৩.১৩তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ০.৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৭৪.০০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ০.১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২,২৭৪.৮৫ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধরে পরিমাণ দাঁড়িয়েছে ৭৭২,১৮১.৮৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪৩০,১৭৫.৫৮ কোটি টাকা। সিএসইতে ৬৩২ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬৯টির। এর মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ৪৭টির আর অপরিবর্তিত রয়েছে ৬৭টির।

পূর্ববর্তী নিবন্ধতোমরা তোমাদের নির্বাচন সামলাও : যুক্তরাষ্ট্রকে মেনন
পরবর্তী নিবন্ধরেকর্ড বৃষ্টির পর চীনে বন্যার্তদের উদ্ধারে তৎপরতা জোরদার