চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার ৭.৯৭ কোটি টাকা লেনদেন হয়েছে। মোট ১,৪৩৪টি লেনদেনের মাধ্যমে মোট ৬.৬৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে।
প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩২.৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৩৪৯.৭১ পয়েন্টে। সিএসই–৫০ মূল্যসূচক ১.৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩২২.৮৮–তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ২.৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৫৬.৭২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৫৭৮.৬৮ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৮,৩৬৭.১৩ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১২,১৮৪.৭০ কোটি টাকা। সিএসইতে ৬২৮ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১২৪টির। এর মধ্যে দাম বেড়েছে ১৮টির, কমেছে ৪৩ টির আর অপরিবর্তিত রয়েছে ৬৩টির।