সিএসইতে লেনদেন ৩৪.৯৮ কোটি টাকা

| শুক্রবার , ১১ ডিসেম্বর, ২০২০ at ৬:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার মোট লেনদেনের পরিমাণ ৩৪.৯৮ কোটি টাকা। মোট ১০,২৪৭টি লেনদেনের মাধ্যমে মোট ১.৭১ কোটি শেয়ার হাতবদল হয়েছে।
প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭১.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৪,৬০২.৭৭ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৫.৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৫৮.৭৫-তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ৬.৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৬১.৯৭-তে। গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩৮,৭১৮.৪৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৭৫,৬৩৪.৯৩ কোটি টাকায়। সিএসইতে ৩৩৫ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৭৫টির। এর মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ৮৮টির। অপরিবর্তিত রয়েছে ৬৪টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফিনিশ প্রতিষ্ঠানকে বাংলাদেশে কারখানা স্থাপনের প্রস্তাব
পরবর্তী নিবন্ধপটিয়ায় শুরু হচ্ছে মুজিব বর্ষ ক্রিকেট টুর্নামেন্ট