চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার মোট লেনদেন হয়েছে ৩৪.২৯ কোটি টাকা। মোট ১১,৪০৬টি লেনদেনের মাধ্যমে মোট ৯৯.৮৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৩৬.৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২০,৪৩৪.০৫ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ২৫.২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫,৩৭.৮৪-তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ২২.৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২,৭৭.৭৩ পয়েন্টে। সিএসইএসমেক্স সূচক গতকাল অপরিবর্তিত রয়েছে, যা হলো ৬৭৮.০১ পয়েন্টে।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮৫,২০৮.৮৫ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৯৫,৪৮৭.৫৩ কোটি টাকায়। সিএসইতে ৩৬৫ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৮২টির। এর মধ্যে দাম বেড়েছে ২২৮টির, কমেছে ৩০টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টির।