চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৩৪.১৬ কোটি টাকা। ১১,৬৩৩টি লেনদেনের মাধ্যমে মোট ১.০৩ কোটি শেয়ার হাত বদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০.৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২০,১৯৭.৯৮ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৫.২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫,০৫.২৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ০.৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২,৬২.৪৬ পয়েন্টে। সিএসইএসমেক্স সূচক ২.৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৮৬.৭৯ পয়েন্টে। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮১,৮৯৯.৬৩ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৯৫,৪৩০.২০ কোটি টাকায়। সিএসইতে ৩৬৪ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৭৪টির, এর মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১৪৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টির। প্রেস বিজ্ঞপ্তি।