১৪ অস্ত্র কোম্পানিতে বিনিয়োগ করবে না নরওয়ের পেনশন তহবিল

| শুক্রবার , ৫ নভেম্বর, ২০২১ at ৯:৩৮ পূর্বাহ্ণ

নরওয়ের সর্ববৃহৎ পেনশন তহবিল কেএলপি জানিয়েছে, তারা এখন থেকে আর রেথিওন টেকনোলজিস করপোরেশন ও রোলস রয়েসের মতো ১৪টি বড় অস্ত্র নির্মাতা ও সরবরাহকারী কোম্পানিতে বিনিয়োগ করবে না। খবর বিডিনিউজের।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা বলেছেন, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, ইসরায়েল, ভারত, ইতালি ও যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিগুলো একটি নির্দিষ্ট ধরনের অস্ত্র তৈরি করে যার অধিকাংশই পারমাণবিক অস্ত্রের সঙ্গে জড়িত, যা মৌলিক মানবিক নীতির লংঘন। (বাদ দেওয়ার ক্ষেত্রে) যে মানদণ্ড বিবেচিত হয়েছে তা মূলত পারমাণবিক অস্ত্র ও গুচ্ছ বোমা, পাশাপাশি অ্যান্টি-পারসোনেল মাইনও।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৩৪.১৬ কোটি টাকা
পরবর্তী নিবন্ধভারতে কমলো পেট্রোল-ডিজেলের দাম