চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার মোট লেনদেনের হয়েছে ২২.৯৫ কোটি টাকা। ১০,৯০৩ টি লেনদেনের মাধ্যমে মোট ১.০৪ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭০.১৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৮,৮৯১.৭৩ পয়েন্টে। সিএসই–৫০ সূচক ০.৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩৯৫.৯৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ৫.০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,২০২.০৮ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স ২৯.৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫২০.০৪। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫০,০০৬.৬৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ১০১,৫৮৪.৫৫ কোটি টাকায়। সিএসইতে ৩৭৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩০১ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৫৭ টির, কমেছে ১০২ টির আর অপরিবর্তিত রয়েছে ৪২ টির।