সিএমপি কমিশনারের সাথে রথযাত্রা কমিটির মতবিনিময়

| বুধবার , ২২ জুন, ২০২২ at ১১:১৩ পূর্বাহ্ণ

নন্দনকানন রথের পুকুর পাড় তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উপলক্ষে সিএমপি কমিশনার সালেহ্‌ মোহাম্মদ তানভীরের সাথে মতবিনিময় সভা গত ১৯ জুন দামপাড়াস্থ সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় রথযাত্রা সুষ্ঠুভাবে উদ্‌যাপনের লক্ষ্যে সিএমপি কর্তৃক গৃহীত পদক্ষেপ ও পালনীয় নির্দেশনা সম্পর্কে আলোচনা করা হয়।

রথযাত্রায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে সভায় অবহিত করা হয়। উৎসব উদযাপন কমিটির সভাপতি রঞ্জন প্রসাদ দাশগুপ্ত বলেন, নন্দনকানন তুলসীধাম থেকে সর্বপ্রথম নগরে শুরু হয় রথযাত্রা উৎসব, যা কালের পরিক্রমায় কেন্দ্রীয় রথযাত্রায় রূপ নিয়েছে।

এরই ধারাবাহিকতায় আগামী ১ জুলাই বিকেল ৩টায় তুলসীধামের মোহন্ত দেবদীপ পুরী মহারাজের পৌরহিত্যে রথযাত্রা শুরু হবে। রথযাত্রা উদ্বোধন করবেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন। সভায় উপস্থিত ছিলেন মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য, হিল্লোল সেন উজ্জ্বল, শ্যামদাশ ধর, বিধান ধর, হিরন্ময় ধর, এস প্রকাশ পাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালদায় ৯ হাজার মিটার জাল জব্দ
পরবর্তী নিবন্ধএনএসইউ থেকে সনদ নিলো উইম্যান চেম্বারের ৩৯ উদ্যোক্তা