‘গাছ লাগিয়ে যত্ন করি–সুস্থ প্রজন্মের দেশ গড়ি’– শিরোনামে চট্টগ্রাম উত্তর বন বিভাগের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় নগরীর সিআরবি শিরীষতলায় ১৫দিনব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা–২০২৩’ গতকাল থেকে শুরু হয়েছে। সোমবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে বেলুন উড়িয়ে পক্ষকাল ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী (যুগ্মসচিব), বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির প্রতিনিধি পুলিশ সুপার, সঞ্জয় সরকার, চট্টগ্রাম জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) আবু রায়হান দোলন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো. কবির আহম্মদ, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. নওশেদ খান, মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোজাফফর আহাম্মদ। অনুষ্ঠানে হাটহাজারী রেঞ্জের মন্দাকীনি বিটের ২০০৭–২০০৮ সনে সৃজিত সামাজিক বনায়নের ২০ জন সদস্যের মাঝে ১ লাখ ৭১ হাজার ৪৯১ টাকা করে সর্বমোট ৩৪ লাখ ২৯ হাজার ৮২০ টাকার চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।