নগরীর সিআরবি এলাকার রেলওয়ে বাংলোর পাশের জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন শিকদার বলেন, সিআরবির সাত রাস্তার মোড়ের একটি বাংলোর পাশের জঙ্গলে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এটি একটি ছোট অগ্নিকাণ্ড।