সিআইইউর তারুণ্যমুখর ক্যাম্পাস লাইফে চালু হলো ‘নাইন টু নাইন’

| মঙ্গলবার , ১ মার্চ, ২০২২ at ৯:১০ অপরাহ্ণ

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) তারুণ্যমুখর ক্যাম্পাস লাইফের আনন্দ বাড়িয়ে দিতে যাত্রা শুরু করলো ক্যাফে ‘নাইন টু নাইন’।

গতকাল সোমবার(২৮ ফেব্রুয়ারি) সকালে নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসে ফিতা কেটে ক্যাফেটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।

এই সময় তিনি বলেন, “ভালো খাবার আর প্রাণবন্ত আড্ডার জন্য আগামী দিনে ক্যাফে নাইন টু নাইন সিআইইউ পরিবারের অংশ হয়ে থাকবে-এমনটাই চাওয়া আমার।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিআইইউ’র চার স্কুলের(অনুষদের) ডিন, শিক্ষক, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রশাসনিক শাখার পরিচালক, সিআইটিএস শাখার পরিচালক, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস শাখার পরিচালকসহ শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কর্তৃপক্ষ জানায়, ছাত্র-ছাত্রীদের পছন্দের সব ধরনের খাবার দিয়ে সাজানো হয়েছে পুরো ক্যাফেটি। সাজসজ্জা ও নকশাতে রয়েছে বৈচিত্র্য। ক্যাফে চালুর প্রথম দিনই সিআইইউ’র শিক্ষকদের সঙ্গে আড্ডায় মশগুল থাকতে দেখা যায় শিক্ষার্থীদের। এই সময় তাদের অনেককে গলা ছেড়ে গান গাইতেও দেখা যায়।

ক্যাফে ‘নাইন টু নাইন’ এর সত্বাধিকারী ও সিআইইউ বিজনেস স্কুলের সহকারী অধ্যাপক আবু সোহেল মাহমুদ বলেন, “অনেক দিন থেকেই ক্যাম্পাসে শিক্ষার্থীরা প্রাণখুলে সময় কাটানোর জন্য একটি ক্যাফে চালুর দাবি জানিয়ে আসছিল। তাদের স্বপ্নের কথা বিবেচনা করে উপাচার্য স্যারের পরামর্শে এই ক্যাফে চালু করা হয়েছে।”

দিন বাড়ার সঙ্গে সঙ্গে তারুণ্যের পদচারণায় মুখর হয়ে উঠবে ক্যাফেটি-এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধএকাদশ শ্রেণির ক্লাস শুরু হচ্ছে কাল
পরবর্তী নিবন্ধপ্রাথমিকে কাল থেকে প্রতিদিন ক্লাস