সময় ও আগামির কথা সামনে রেখে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) ছাত্র-ছাত্রীদের করোনা পরবর্তী শিক্ষা কার্যক্রমে কর্তৃপক্ষ অধিক মনোযোগী বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। তিনি বলেছেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমরা বরাবরই সচেষ্ট। করোনা পরিস্থিতিতে সারাদেশের সব শিক্ষার্থীর যে ক্ষতি হয়েছে, তা কখনই পূরণ হওয়ার নয়। প্রতিবন্ধকতা কাটিয়ে ছাত্ররা যেনো আবারও পড়ার ভুবনে ফিরতে পারেন সেই লক্ষ্যে সিআইইউতে নানামুখী পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার সিআইইউর ২৪তম অনলাইন সিন্ডিকেট বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিআইইউর ট্রাস্টি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, ট্রাস্টি প্রকৌশলী আলী আহমেদ, ট্রাস্টি দিলরুবা আহমেদ, চবি শিক্ষক অধ্যাপক ড. মো. কামরুল হোসাইন, বিজনেস স্কুলের উপদেষ্টা অধ্যাপক ড. আইয়ুব ইসলাম, ডিন ড. নাঈম আবদুল্লাহ, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বিভাগের প্রধান ড. সৈয়দ মনজুর কাদের, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।