জযবাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্যোগে হযরত আমিরে মুয়াবিয়া (রা🙂 কনফারেন্স গত বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী। তিনি বলেন, সাহেবায়ে কেরাম সত্যের মাপকাঠি।
তাদের প্রতি পরিপূর্ণ ভালোবাসা ও শর্তহীন আনুগত্যই ঈমানের দাবি। মুহাম্মদ হানিফ মান্নান শাকিলের সঞ্চালনায় কনফারেন্সে মূখ্য আলোচক ছিলেন– আল্লামা আশরাফুজ্জামান আলকাদেরী, আল্লামা আব্দুল আজিজ আনোয়ারী, আল্লামা আহমদুল্লাহ ফোরকান খান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– যুবনেতা নুরুল্লাহ রায়হান খান, মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী, আবু নওশাদ নঈমী, সোহেল উদ্দিন আনছারী, ছাত্রনেতা আব্দুল্লাহ আল জাবের, মাওলানা গোলাম হোসাইন কাদেরী, ইকবাল জাহিদ, মাওলানা ফয়সাল কাদেরী প্রমুখ। মিলাদ কিয়াম শেষে দেশ–বিশ্ববাসীর ওপর আল্লাহর রহমত এবং ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ কামনায় মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।