সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকীর জেয়াফত অনুষ্ঠানকে ঘিরে লোকেলোকারণ্য ছিল রাউজানের গহিরা এলাকা। গতকাল শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় দেখা গেছে গহিরার বক্সআলী চৌধুরী বাড়িমুখি মানুষের ঢল। এই আয়োজনে সামিল হতে আসা মানুষ মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও জেয়ারত করেছেন। এদিন পরিবারের পক্ষে আয়োজন করা হয়েছে স্মরণকালের বড় পরিসরে মেজবান।
মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় ও জেলার প্রভাবশালী নেতা। দলে দলে এসেছেন চট্টগ্রাম মহানগর, হাটহাজারী, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া থেকে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ চৌধুরী পরিবারের হাজারো ভক্ত। অনুষ্ঠানে আসা বিশিষ্টজনদের বাড়িতে স্বাগত জানিয়েছে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হুম্মাম কাদের চৌধুরীসহ পরিবারের সদস্যগণ।
বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী মির্জা আব্বাস, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান রিপন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর শাহজাহান চৌধুরী, ব্যারিস্টার মীর হেলাল, ব্যারিস্টার শাকিলা ফারজানা, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, নাজিমুর রহমান, আবু সুফিয়ান, এনামুল হক প্রমুখ।
রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ায় দোয়া মাহফিল, শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার রাণীরহাট বাজারে এই কর্মসূচি পালন করা হয়। শোক র্যালিটি চট্টগ্রাম–রাঙ্গামাটি সড়কের কাউখালী রাস্তার মাথা থেকে শুরু হয়ে রানীরহাট বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে রানীরহাট যাত্রী ছাউনির সামনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ–সভাপতি ইউছুপ চৌধুরী। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা ও সাবেক বেতাগী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ–সভাপতি ওয়াকিল আহমদ তালুকদার, শাহেদ কামাল তালুকদার, ইউছুপ কামাল তালুকদার, রাকিবুল হাসান মাসুদ, এবিএম সাইফুল ইসলাম, কাজী ইলিয়াস, দিদারুল আলম জসিম, আব্দুল মান্নান রনি, সিরাজুল ইসলাম, জাহেদুল আলম চৌধুরী, আবু তৈয়ব, কামাল মেম্বার, মুহাম্মদ রাসেল, জিয়াউদ্দিন মাহমুদ চৌধুরী, মাসুদ চৌধুরী, মুহাম্মদ ফারুক, মাখছুদুল হক চৌধুরী, ইমরুল হাসান চৌধুরী, দিদারুল আলম, হেলাল আহমেদ, ইউছুপ সাগর, আবু মনসুর, মনজুরুল ইসলাম, বখতেয়ার উদ্দিন, কাজী মহিউদ্দিন, কামরুল পারভেজ, জসিম উদ্দিন লিটন, মুহাম্মদ ইউনুস, সোহেল রানা, রাশেদ আহমেদ সিকদার প্রমুখ।