চট্টগ্রামের লায়নিজমের অন্যতম নেতা, সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শাহ্ এম হাসান আর নেই। গতকাল শুক্রবার রাত ৯ টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, কন্যা, পুত্রবধূ ও জামাতা, তিন ভাই, পাঁচ বোনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর কুমিল্লার ব্রাম্মণপাড়া গ্রামে নামাজে জানাজা শেষে মরহুম শাহ এম হাসানের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
কনফিডেন্স সিমেন্ট লিঃ এর পরিচালক লায়ন শাহ এম হাসান ১৯৬৪ সালে এসএসসি, ১৯৬৬ সালে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বর্ণাঢ্য জীবনের অধিকারী শাহ এম হাসান পাকিস্তান নৌবাহিনীর কর্মকর্তা হিসাবে তার কর্মজীবন শুরু করেন এবং মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে পাকিস্তানের কারাগারে বন্দী থাকা অবস্থায় অন্যান্য অফিসারদের সাথে কারাগার থেকে পালিয়ে ভারত হয়ে বাংলাদেশে ফিরে আসেন। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের নৌবাহিনী পুনর্গঠন বিশেষ করে বিএনএস ঈসা খান পুনর্গঠনে বিশেষ অবদান রাখেন। পরবর্তীতে তিনি নৌবাহিনীর চাকুরি ছেড়ে বিআইডব্লিটিএ চট্টগ্রাম বন্দরে চাকুরিতে যোগ দেন। এরপরে কিছুদিন পিএলওতে ইয়াসির আরাফাতের নৌ উপদেষ্টা হিসাবে কাজ করেন। সেখান থেকে দেশে ফিরে তিনি পরিপূর্ণভাবে ব্যবসায় মনোনিবেশ করেন। এরই ধারাবাহিকতায় ১৯৯২ সালে তিনি তাঁর আরও কয়েকজন বন্ধুর সাথে মিলে কনফিডেন্স সিমেন্ট প্রতিষ্ঠা করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি কনফিডেন্স সিমেন্ট এর পরিচালক পদে অধিষ্ঠিত ছিলেন। শাহ এম হাসান বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। বিশেষ করে তিনি ছিলেন বাংলাদেশে লায়ন্স আন্দোলনের একজন অগ্রসৈনিক। তিনি লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর গভর্নর ছিলেন।
তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি ৪ এর গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য, সদ্য প্রাক্তন গভর্নর লায়ন কামরুন মালেক, প্রথম ভাইস গভর্নর আল সাদাত দোভাষ, দ্বিতীয় ভাইস গভর্নর শেখ সামশুদ্দীন আহমেদ সিদ্দিকী, পিডিজি ফোরামের চেয়ারম্যান লায়ন এম এ মালেক, পিডিজি লায়ন রূপম কিশোর বড়ুয়া, কেবিনেট সেক্রেটারি লায়ন অশেষ কুমার উকিল, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু প্রমুখ। লায়ন নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।