বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র শেখ সেলিমুল হক চৌধুরীকে গত ১৮ জানুয়ারি মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় অভিযুক্ত প্রধান দুই আসামি মো. সিরাজ (৩৫), মিনারুল ইসলামকে (৩৫) গতকাল সোমবার সকালে কক্সবাজার জেলার রামু থানা এলাকা থেকে আটক করে র্যাব–৭।
জানা যায়, ১৮ জানুয়ারি বাঁশখালী পৌরসভার উত্তর জলদি এলাকায় মুক্তিযোদ্ধা ও বিদায়ী পৌর মেয়র শেখ সেলিমুল হক চৌধুরীকে কতিপয় দুস্কৃতিকারীরা খুনের উদ্দেশ্যে জখম, চুরি, মানহানি ও খুনের হুমকি দেয়। উক্ত ঘটনায় র্যাব–৭ জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে ব্যপক নজরদারি, আধুনিক ও তথ্য প্রযুুক্তি ব্যবহার অব্যাহত রাখে। এক পর্যায়ে র্যাব–৭ চট্টগ্রাম জানতে পারে, উক্ত মামলার পলাতক আসামীরা কক্সবাজার জেলার রামু থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গতকাল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি পৌরসভা এলাকার মৃত রহিম উল্লাহ পুত্র মো. সিরাজ (৩৫) ও মৃত মকবুল আহমদের পুত্র মিনারুল ইসলামকে (৩৫) আটক করে। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের থানায় হস্তান্তর করা হবে।