সাবেক ভূমিমন্ত্রী জাবেদের আরও ১২০ ব্যাংক হিসাব অবরুদ্ধ

| শুক্রবার , ২৯ আগস্ট, ২০২৫ at ৪:৪৬ পূর্বাহ্ণ

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে বিভিন্ন ব্যাংকে থাকে আরও ১২০টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এসব হিসাবে ৪৪ কোটি ২৪ লাখ ৭০ হাজার ৪৭০ টাকা রয়েছে। দুর্নীতি দমন কমিশনদুদকের উপপরিচালক মশিউর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক তানজির আহমেদ এ তথ্য দিয়েছেন। খবর বিডিনিউজের।

সংস্থার আবেদনে বলা হয়েছে, জাবেদ এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মশিউর রহমানকে প্রধান করে দুর্নীতি দমন কমিশন, সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ডের ৯ জন সদস্যের সমন্বয়ে একটি যৌথ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানের বরাতে দুদক বলেছে, আদালতের আদেশে জাবেদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ৩৯টি ব্যাংক হিসাব ইতোমধ্যে অবরুদ্ধ করা হয়েছে।

এর বাইরে তার যেসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে আর্থিক খাতের গোয়েন্দা বিভাগ হিসেবে পরিচিত বিএফআইইউ, সেগুলোর তথ্য পাওয়ার কথা তুলে ধরে সংস্থার দুদক বলেছে, এসব হিসাব ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। এসব হিসাব ও ব্যক্তিদের সাথে জাবেদ এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আবেদনে বলা হয়, অনুসন্ধান চলমান থাকা অবস্থায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর হিসাব অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন বলে মনে করছে দুদক।

পূর্ববর্তী নিবন্ধবিএসএফ মহাপরিচালকের ব্যাখ্যায় দ্বিমত বিজিবির ডিজির
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা যুবকের প্রেমের ফাঁদ, হালিশহর থেকে অপহৃত স্কুলছাত্রী উখিয়ায় উদ্ধার